বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক মডেল মাকসুদা আক্তার প্রিয়তির স্কাইপি আইডি হ্যাকড হয়েছে। প্রিয়তির কাছে ৩০ হাজার ডলার দাবি করে হ্যাকারদের পক্ষ থেকে টেক্সট পাঠানো হয়েছে। এ নিয়ে চিন্তিত রয়েছেন মিস আর্থ-খ্যাত এ আইরিশ মডেল।
এ প্রসঙ্গে প্রিয়তি বলেন, ”আমার স্কাইপি আইডি হ্যাক করে আমার কাছে ৩০ হাজার ডলার দাবি করা হয়েছে। আমার ভিডিও লিক করার হুমকি দেওয়া হয়েছে। যদিও সেখানে আমার তেমন কোনো
ভিডিও নেই। এর আগে আমার ফেসবুক আইডিও একাধিকবার হ্যাক করার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে আমি মানসিকভাবে বিপর্যস্ত আছি।”
বাংলাদেশ এবং আফ্রিকা থেকে স্কাইপি আইডিটি হ্যাক করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন প্রিয়তি। তিনি বলেন, ”প্রাথমিকভাবে আমার মনে হয়েছে আফ্রিকা কিংবা বাংলাদেশ থেকে আমার স্কাইপি আইডি হ্যাক করা হয়েছে। বিষয়টি আমাকে আতঙ্কিত করছে। কারণ এরই মধ্যে আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। সেখান থেকে আমাকেই আবার রিকোয়েস্ট পাঠানো হচ্ছে।”
বাংলাদেশে জন্ম নেওয়া এ মডেল এখন বিশ্বব্যাপী আলোচিত। সম্প্রতি বিশ্বের অন্যতম ফটোগ্রাফার জন মোড়ানের মডেল হয়ে আলোচিত তিনি। হলিউডের বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য মামি রিটার্নস’-এর আদলে মডেল হয়েছেন প্রিয়তি। এ ছাড়া আয়ারল্যান্ডের সিনেমায় অভিনয় করছেন তিনি।