ছেলে রণবীর কাপূর বলিউডের বর্তমান হার্টথ্রব। বিভিন্ন সময় রণবীরের নাম জড়িয়েছে বলিউডের একাধিক অভিনেত্রীর সঙ্গে। প্রথমে শোনা যেত সোনাম কাপূরের সঙ্গে মিষ্টি-মধুর সম্পর্ক রয়েছে রণবীরের। তারপর সামনে এল নার্গিস ফকরির নাম। যদিও এই সমস্ত সম্পর্ক খুব বেশি দূর যায়নি। তবে দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থেকেছেন রণবীর। ক্যাটের সঙ্গে যখন তাঁর বিয়ে হবে বলে সকলেই নিশ্চিত, সে সময়ই সামনে এল তাঁদের সম্পর্কের ভাঙনের কথা।
রণবীরের সম্পর্ক ও তার ভাঙন নিয়ে কখনই মুখ খোলেননি বাবা ঋষি কাপূর বা মা নীতু কাপূর। কিন্তু ক্যাটের সঙ্গে সম্পর্ক ভাঙনের পাঁচ মাস পর অবশেষে সংবাদমাধ্যমের সামনে প্রথম মুখ খুললেন সোজাসাপটা কথা বলতে অভ্যস্থ বাবা ঋষি কাপূর।
বাবা ঋষি কাপূর ফিল্ম ফেয়ারকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, অতীতে রণবীরের যে দুজন অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক ছিল সে বিষয় আমরা জানি। তবে আমরা এই মুহূর্তে ছেলের জন্যে একটা মিষ্টি বউ চাই। তবে ছেলে কাকে বউ, কাকেই বা বান্ধবী আর কাকে সহ-অভিনেত্রীর মতো দেখতে চান, সেটা তাঁর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। সে বিষয়ে বাবা-মা হিসেবে ঋষি বা নীতু কোনও কিছুই ছেলের ওপর চাপিয়ে দেবেন না বলে জানিয়েছেন। শুধু ছেলের জন্য বউই তাঁদের এইমুহূর্তের একমাত্র চাহিদা।সূত্র: এপিবি