৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন অভিনেত্রী কলকি কোয়েচলিন। মার্গারিটা উইথ আ স্ট্র ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি পান বিশেষ জুরি অ্যাওয়ার্ড। গত মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেন তিনি।
কিন্তু এই আনন্দের মুহূর্ত দীর্ঘস্থায়ী হয় না। অনুষ্ঠান কক্ষ থেকে বাইরে আসতেই শ্লীলতাহানির শিকার হন অভিনেত্রী। Spotboye.com- প্রকাশিত একটি খবরে এই দাবি করা হয়েছে।
অনুষ্ঠান শেষের পর দেহরক্ষীর সঙ্গে কলকি যখন নিজের গাড়ির দিকে এগিয়ে যান, তখন হঠাৎ করেই নাকি তাঁর জন্য বরাদ্ধ দেহরক্ষী অমিতাভ বচ্চন এবং কঙ্গনাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। ফলে বাইরের ভিড় ঘিরে ধরে তাঁকে। আর তার মধ্যেই এ ঘটনা ঘটে এই অপ্রিয় ঘটনা।
এই ঘটনায় বেজায় চটেছেন কলকি। প্রথমে পুলিশে অভিযোগ জানাবেন বলে স্থীর করলেও পরে তিনি অভিযোগ করেন অনুষ্ঠানের আয়োজকদের কাছে। সূত্র: এই সময়