মঞ্চে জাতীয় পুরস্কার দিচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দর্শকাসনে পাশাপাশি বসে অমিতাভ বচ্চন আর কঙ্গনা রানাওয়াত। কিছুক্ষণ পরই ২০১৫’র সেরা অভিনেতা এবং অভিনেত্রীর সম্মান নিতে মঞ্চে উঠবেন। তার ফাঁকে মাঝেমধ্যেই কঙ্গনার কানে ফিসফিস করে কী যেন বলছেন বিগ বি। ক্যামেরা থাকতে কার চোখ এড়ায়! সম্প্রতি ‘তিন’ ছবির ট্রেলার লঞ্চে গেছিলেন অমিতাভ।
বিগ বি’র কাছে কৈতূহলী সংবাদ মাধ্যমের প্রশ্ন, কী বলছিলেন কঙ্গনাকে? উত্তরে যা বললেন, শুধু তিনিই পারেন। বাকিদের মতো তিনিও নাকি কঙ্গনার দারুণ ভক্ত। দেখা হলেই তাই বলেন, ‘প্লিজ, পরের ছবিতে তোমার সহ অভিনেতা হিসেবে আমার নাম সুপারিশ করো!’