অভিনেতা তথা কংগ্রেসের প্রাক্তন সাংসদ গোবিন্দর বিরুদ্ধে অন্ধকার দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ আনলেন ভারতের উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েক। তাঁর অভিযোগ ২০০৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর মুম্বাই থেকে তাঁকে হারানোর জন্যে মাফিয়া ডন দাউদ ইব্রাহিম এবং নির্মাতা হীতেন ঠাকুরের সাহায্য নিয়েছিলেন গোবিন্দ।
২৫ এপ্রিল প্রকাশিত হয়েছে বিজেপি নেতা রাম নায়েকের স্মৃতিকথা ‘চরৈবেতি চরৈবেতি’। সেখানেই তিনি গোবিন্দর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। ১৯৯৯ সাল থেকে ২০০৪ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি। পর পর তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু ২০০৪ সালে গোবিন্দর কাছে মাত্র ১১ হাজার ভোটে হেরে যাওয়াটা তিনি কিছুতেই মেনে নিতে পারেননি বলেই জানিয়েছেন তাঁর স্মৃতিকথায়। তিনি দাবি করেছেন, দাউদ এবং হীতেন ঠাকুরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গোবিন্দর। তাঁরা ভোটারদের ভয় দেখিয়ে ভোট লুট করিয়েছিলেন।
তাঁর এই অভিযোগের উত্তরে গোবিন্দ বলেছেন, ‘স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে মানুষ আমাকে জিতিয়েছিলেন। কারও সাহায্য নিয়ে জিততে হয়নি আমাকে। রাম নায়েক কী বলতে চাইছেন? অন্ডারওয়ার্ল্ডের হাতে বিক্রি হয়ে গেছিলেন সাধারণ মানুষরা! এই ধরনের কথা বলে দয়া করে কাউকে অপমান করবেন না।’ গোবিন্দ আরও বলেন, ‘রাম নায়েকের মতো একজন প্রবীণ নেতার থেকে এমন কথা আশা করা যায় না।’