এখন তিনি ক্লাউড নাইনে৷ কাল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডিনারে যাচ্ছেন তো আজ দাপিয়ে বেড়াচ্ছেন হলিউডে৷ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন মজেছেন পশ্চিমে৷ গতকাল তাঁর আগামী ছবি ‘বেওয়াচ’-এর সহ-অভিনেতা ডয়েন জনসনের জন্মদিন ছিল৷ তাই ডয়েন জনসনকে শুভেচ্ছা জানিয়ে ‘বেওয়াচ’-এর একটি ঝকঝকে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি৷ সম্ভবত এটিই এখনও পর্যন্ত পিগি চপসের ‘বেওয়াচ’ জার্নির অন্যতম লাস্যময়ী ছবি৷
অভিনেতা রককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা বলেছেন, “খুব শিগগিরই আবার শুটিংয়ে দেখা হবে৷”
প্রসঙ্গত, ‘বেওয়াচ’ ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়৷ কিন্তু এমন সুন্দরী ভিলেনকে দেখলে মন না গলে যায় কোথায়? –