রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা ফের পর্দায় আসছে। মুক্তি পেতে এখনও অনেক দেরি, তবুও এখন থেকেই বায়োস্কোপওয়ালার এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ছবিতে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ড্যানিকে।
ছবিটির শুটিং হবে তিন ধাপে, কলকাতা, লাদাখ ও আফগানিস্তানে। কলকাতার শুটিং শেষ হয়ে গেছে, বাকি রয়েছে দুটি পর্যায়। আগামী ১০ মে থেকে লাদাখে শুরু হবে শুটিং, তার পরে দলবল নিয়ে বায়োস্কোপওয়ালা পৌঁছে যাবে আফগানিস্তানে।
উল্লেখ্য, ছবিতে অভিনয় করছেন গীতাঞ্জলি থাপা। ২০১৪ সালে এই গীতাঞ্জলিই লায়ারস ডায়াস ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। জাতীয় পুরস্কার জয়ী গীতাঞ্জলির পাশাপাশি থাকছেন তিসকা চোপড়া ও আদিল হুসেন। শুধু রবীন্দ্রনাথের গল্পটিই নয়, একজন আফগানি ব্যবসায়ীর শৈশব থেকে শুরু করে কলকাতায় কাটানো জীবন, সবটাই থাকছে এই নতুন ছবিতে।সূত্র: আজকাল