এবার জোঁকের মতো লেগে থাকা আলোকচিত্রীদের খবর আছে। বেশি বাড়াবাড়ি করলে ধাম করে আনুশকা শর্মা মেরে দেবেন কুস্তির এক প্যাঁচ। নতুন ছবি সুলতান-এর জন্য বেশ ট্রেনিং নিয়ে কুস্তি শিখেছেন আখড়ার ওস্তাদদের কাছ থেকে। নানা কৌশলের মধ্যে আনুশকা সবচেয়ে ভালো শিখেছেন ‘ধোবি পাছাড়’ প্যাঁচটাই। ধোপা যেভাবে শূন্যে একটা পাক খাইয়ে কাপড় ধোলাই করেন, সেই ‘ধোলাই’ কিন্তু দিতে শিখে গেছেন আনুশকাও!
আনুশকা শর্মাবলিউডের মিস পারফেকশনিস্ট নাম কিছুদিনের মধ্যেই পেতে চলেছেন আনুশকা। শুধু ভিন্ন ভিন্ন চরিত্র, গল্প নিয়ে পরীক্ষা করার সাহসের কারণেই নয়, যেকোনো চরিত্র একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে চেষ্টার কমতিও নেই। সালমান খানের নতুন ছবিতে কুস্তিিগরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে আনুশকা যেন সত্যি সত্যিই হয়ে উঠেছেন ঝানু কুস্তিিগর।
আলী আব্বাস জাফরের এই ছবিতে আনুশকাকে দেখা যাবে হরিয়ানার বাঘিনী নামে খ্যাত আরফার চরিত্রে। সেই ছবির শুটিংয়ে আনুশকা এখন উত্তর প্রদেশে। সম্প্রতি নিজের টুইটারে ছবির একটি দৃশ্যে আরফা কেমন দেখতে, সেটাই পোস্ট করেছেন আনুশকা। সুলতান মুক্তি পাওয়ার কথা আগামী ঈদে।
আরও দুটি ছবির কাজ চলছে আনুশকার—তাঁর নিজের প্রযোজিত ফুল্লরি আর ঐশ্বরিয়া-রণবীর কাপুরের সঙ্গে অ্যায় দিল হ্যায় মুশকিল। সূত্র: টিওআই