ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে পুনম পাণ্ডেকে নিয়ে। মুখরোচক বিষয়, হট পুনমের গরম লাগা আর পানি তেষ্টা পাওয়া নিয়ে। সম্প্রতি খুব গরম পড়েছে গোটা দেশ জুড়েই। এই গরমের হাত থেকে রেহাই পাচ্ছেন না পুনমও। তাই তাঁর বারবার পানি তেষ্টা পাচ্ছে, আর তাই তিনি পানি খাচ্ছেন। এই পর্যন্ত খুবই স্বাভাবিক ঘটনা।
কিন্তু পুনম পাণ্ডে যেখানে, সেখানে স্বাভাবিক ঘটনাও অস্বাভাবিক হয়ে যায়। আসলে পুনম পানি খাওয়ার যে ছবিটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তাতে পানি খাওয়া অনেক দূরে চলে গেছে। প্রকট হয়ে উঠেছে পুনমের শরীর। সেই জন্যই সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা পুনমকে নিয়ে। যে পানি খাওয়ার ছবিও যদি এমন হয়, তাহলে এরপর…। দেখেই নিন, কী ছবি পোস্ট করেছেন পুনম।
সূত্র: জিনিউজ