সাংস্কৃতিক সংগঠন ‘খেলাঘর’ প্রবর্তিত ‘সাংবাদিক বজলুর রহমান স্মৃতিপদক’ পাচ্ছেন নাট্য ব্যক্তিত্ব আলী যাকের। সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এই পদক দেওয়া হচ্ছে। আগামী ২ মে বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ পদক তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ এই তথ্য জানান।
প্রতি বছর চারজনকে এই পদক দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ৭ম বারের মতো এবার এই পদক আলী যাকের এবং আরও তিন গুণীজনকে দেওয়া হচ্ছে। তারা হলেন- মাখন লাল দাশ, সেলিম রেজা ও খন্দকার মুনীরুজ্জামান।
খেলাঘরের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক। বিশেষ অতিথি থাকবেন সাংবাদিক আবেদ খান। সভাপতিত্ব করবেন খেলাঘরের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক পান্না কায়সার।