পরীকে নিয়েই জাজের অ্যাকশন ছবি ‘রক্ত’র যাত্রা শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে জমকালো মহরত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো পরী মনির নাম। মালেক আফসারী ছবিটির পরিচালনায় থাকছেন।
মাহি, নুসরাত ফারিয়া ও জলির পর জাজ নায়িকা নির্বাচনে আবারও চমক দেখালো। কয়েক সপ্তাহ ধরে গণমাধ্যমে এ নিয়ে অনেক বাক্য ব্যয়ও হয়েছে। পরীর নাম অনুমানের তালিকায় থাকলেও এটা যে চূড়ান্ত হবে- এমনটা হয়তো ভাবেননি অনেকেই। জাজের ঘরে পরীমনির যুক্ত হওয়ায় অনেক হিসাবই পালটে যাবে মনে করছেন সিনেবোদ্ধারা।
মালেক আফসারী বলেন, পরীমনিকে নিয়ে এটা আমার দ্বিতীয় ছবি। এর আগে করেছিলাম ‘অন্তর জ্বালা’। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম পরবর্তীতে আরেকটি ছবি বানাব তাকে নিয়ে। আজ অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরী বলেন, এই মুহূর্তে মনে হচ্ছে আমার রক্ত গরম হয়ে আছে! একশন মুডে আছি।
জাজ মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, জলি- দুই ডজন ছবি বানিয়েছে নতুন মুখ নিয়ে। এদেরকে চলচ্চিত্রে প্রতিষ্ঠা দেয়ার জন্য পরিশ্রম করেছে প্রতিষ্ঠানের মালিক থেকে শুরু করে কর্মীরা পর্যন্ত। কিন্ত ফলাফল কি? মাহি বেরিয়ে গেছেন জাজ ছেড়ে। তাই বলে তিনি মুখ থুবড়ে পড়েন নি। কৃষ্ণপক্ষ’র মধ্য দিয়ে মাহির আবির্ভাব ছিল চোখে পড়ার মতো। হাতেগোণা কয়েকটি সিনেমা হলে ছবিটি মুক্তি পেলেও ছিল হাউজফুল। হলগুলো থেকে ছবি নামানো হচ্ছিল না সপ্তাহের পর সপ্তাহ। কিন্তু জাজের বাকিরা? বলা যায় ফ্লপ।
পরীমনি এখন আলোচিত অভিনেত্রী। বলা জায়গায় ফিল্মে নিজের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন। এখন এই পরীমনিই জাজের পুরনো হিসেব পালটে দিতে পারেন। অনেকে ই তা-ই মনে করছেন। বাকিটা সময়ের জন্য অপেক্ষা।
ছবিটিতে পরীর নায়ক হিসেবে থাকছেন নবাগত রিক্ত। অচিরেই দৃশ্যধারণ শুরু হবে ‘রক্ত’র। নায়িকা নির্ভর এ ছবিতে পরীকে দেখা যাবে একজন অভিযাত্রী হিসেবে, যিনি তার ছোটভাইকে উদ্ধারে লড়বেন শত্রুদের সঙ্গে। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজসহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেকেই।