পাশেই আছেন, মোদিকে বুঝিয়ে দিলেন শাহরুখ খান। বোঝালেন, অসহিষ্ণুতা-বিতর্ক পেছনে ফেলে এগিয়ে যেতে চান। বললেন, বিশ্বের কাছে ভারতের মাথা উঁচু হলে ভারতবাসী হিসেবে তাঁরও গর্ব হয়। মোদির মেক ইন ইন্ডিয়া প্রকল্পের দৌলতে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে ভারতের নাম। ভারতের প্রযুক্তি, ভারতীয় পণ্য পৌঁছে যাচ্ছে বিশ্ববাসীর কাছে। তাই মোদির এই প্রকল্পের জুড়ি নেই। মেক ইন ইন্ডিয়া নিয়ে বই লিখেছেন বিজেপি নেতা শাইনা এন সি। সেই বইয়ের উদ্বোধনে উপস্থিত হয়ে শাহরুখ বললেন, মেক ইন ইন্ডিয়ার সবচেয়ে বড় সাফল্য, প্রযুক্তির উন্নতি। যে অগ্রগতির ফলে শুধু এই প্রজন্ম নয়, উপকৃত হবে দেশের ভবিষ্যৎও। তারা পাবে এক উন্নত পরিকাঠামো। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও পঞ্চমুখ মোদির প্রশংসায়। জানালেন, বইটি পড়তে পড়তে মনে আসছিল এই বছর মুম্বাইয়ে আয়োজিত মেক ইন ইন্ডিয়া সপ্তাহের কথা। মনে পড়ছে, কীভাবে দেশের মানুষ এই উৎসবকে সাফল্যের চেহারা দিয়েছিলেন। এই বই মোদির সেই সাফল্যের এক ঐতিহাসিক খতিয়ান।
সূত্র: আজকাল