বলিউডের চতুর্দিকে ভাঙনের সুর। একের পর এক সম্পর্ক ভাঙছে। এঁদের সম্পর্কও ভেঙেছিল। কিন্তু শেষ পর্যন্ত ফের কাছাকাছি এলেন তারা।
যদি বিভিন্ন সূত্রের দাবি সঠিক বলে ধরে নেওয়া যায়, তা হলে ধরে নেওয়া যায় যে, শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রয় কাপুরের সম্পর্ক আবার জোড়া লেগেছে। শোনা যাচ্ছে, একটি ছবির শুটিংয়ের সেটেই তাঁদের ঘনিষ্ঠভাবে চুম্বন করতে দেখা গিয়েছে।
‘আশিকি ২’-এর পরে দুজনের সম্পর্ক ভেঙে গিয়েছিল। এর পরে প্রচুর ঝড় বয়ে গিয়েছে তাঁদের ব্যক্তিগত জীবনে। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন একে অপরের থেকে। সম্প্রতি ‘ওকে জানু’-র সেটে ফের মুখোমুখি হন দুজন। সেখানেই সব ভুল বোঝাবুঝি মিটে যায়।
সূত্র : এবেলা।