আইসক্রিমের প্রিমিয়ার দেখেই অনেকেই মুগ্ধ। বিনোদন সাংবাদিকতার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন তাঁদের অভিব্যক্তি। তীর্থক আহসান রুবেল বলেন, ‘সত্যিই বলছি… গত কয়েক বছরের বাংলাদেশি সিনেমার যত প্রশংসা করেছি… সবগুলো একসাথে ‘আইসক্রিম’-কে দিলাম। রেদোয়ান রনি হ্যাটস অফ…’
পান্থ আফজাল বলেন, ‘অনেক দিন পর একটি ভালো বাংলা মুভি উপভোগ করলাম….’আইসক্রিম’ ছবির গল্প সবার জানা দরকার। এখন প্রেমের সম্পর্কগুলো খুব দ্রুত ভেঙে যায়। ‘আইসক্রিম’ ছবির গল্প দর্শকের মনের অনেক প্রশ্নের উত্তর দেবে।
মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার সম্পর্ক আইসক্রিমের মতো। ভালোভাবে নার্সিং না করলে গলে যায় মানে, সম্পর্ক ভেঙে যায়। আমার মতে, ভালোবাসা হলো আইসক্রিমের মতো, যত্ন নিতে হয়।’
এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানি বেশ প্রশংসা করেছেন, তিনি তাঁর ফেসবুকে লিখেছেন, আজ ২৯ এপ্রিল শুভমুক্তি পেল রেদোয়ান রনি পরিচালিত আমার অভিনীত আরও একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি ‘আইসক্রিম’…অত্যন্ত সুন্দর একটি গল্প নিয়ে ‘আইসক্রিম’ মুভিটি অনেক যত্নের সহিত বানানো হয়েছে… ইনশাআল্লাহ দেশের বিভিন্ন হলে দেখতে পারবেন আইসক্রিম মুভিটি…সকলের দোয়া প্রার্থনা করছি আইসক্রিম এর জন্য…