চিত্রনাট্য থেকে বাদ দিলেও, ‘সর্বজিৎ’ ছবির কিছু দৃশ্য দেখলে দর্শকের সালমান খান অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র কথা মনে পরতে বাধ্য। ছবির বেশ কিছু দৃশ্যে পায়রা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে ঐশ্বর্যকে। যা চোখ বুজলে ১৯৮৯ সালের ব্লকবাস্টার হিট ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র ‘কবুতর যা যা যা’ গানটির দৃশ্য মনে করিয়ে দেবে দর্শকদের, দাবি নির্মাতাদের।
উল্লেখ্য, দিন কয়েক আগেই সংবাদমাধ্যমে একটি খবর করা হয়। সেখানে দাবি করা হয়, বাস্তবে সর্বজিৎ সিংহকে পাকিস্তানের জেল থেকে ভারতে ফিরিয়ে আনার বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলিউড অভিনেতা সলমন খান। কিন্তু তাঁকে ছবির চিত্রনাট্য থেকে পরিকল্পিতভাবেই বাদ দিয়েছেন ছবির অন্যতম মুখ্য চরিত্র ঐশ্বর্য রাই বচ্চন। এনিয়ে কম জল্পনাও হয়নি।
প্রসঙ্গত, মঙ্গলবার ছবির নির্মাতারা ‘সর্বজিৎ’-এর বেশ কিছু নতুন দৃশ্য প্রকাশ করেন। প্রতিটি দৃশ্যেই ছবিতে ‘সর্বজিৎ’-এর বোনের ভূমিকায় অভিনয় করা ঐশ্বর্য অর্থাৎ দলবীর কৌরকে অসাধারণ লেগেছে। সেখানেই পায়রা হাতে একটি দৃশ্য দেখলেও এক নিমেষে নস্টালজিক হবেনই দর্শকরা। এই মিল থেকে একটাই প্রশ্ন সামনে এনে দেয়, দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকা কী দূরত্ব বজায় রেখেও এখনও পর্যন্ত একে অপরকে সম্পূর্ণ মুছে দিতে পারেন না?
– সূত্র : এবিপি