২৯ এপ্রিল ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করেছে ‘গজল সন্ধ্যা’। যেখানে গজল পরিবেশন করবেন মুস্তাফা জামান আব্বাসী ও তার মেয়ে সামিরা। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই ‘গজল সন্ধ্যা’।
মুস্তাফা জামান আব্বাসী প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও লেখক। এছাড়া তিনি জাতীয় সঙ্গীত কমিটিতে ১১ বছর চেয়ারম্যান পদে দায়িত্বরত ছিলেন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
অন্যদিকে, তার মেয়ে সামিরা সিকাগো’র ‘আব্বাস উদ্দিন মিউজিক একাডেমি’র প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি দেশ ও দেশের বাইরে প্রায় ২০০টি কনসার্টেও অংশগ্রহণ করেছেন