শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
সানি লিওনের এক ছেলে রয়েছে। তার নাম চপার। রীতিমতো ছবি দিয়ে সেই ছেলের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সানি।
এত দিন ইন্ডাস্ট্রিতে রয়েছেন নায়িকা। কখনও তো তাঁর কোনও ছেলের কথা শোনা যায়নি। তা হলে এ এল কোথা থেকে?
আসলে সানির ছেলে চপার একটি কুকুর। তাকে নিজের সন্তানের মতোই ভালবাসেন তিনি। ইনস্টাগ্রামে চপারকে ‘মাই বয়’ বলেই উল্লেখ করেছেন।
আরও পড়ুন, ঠিক রাত দশটায় আপনাকে ফোনে গল্প শোনাবেন সানি!
সানি লিখেছেন, ‘ঠিক এ ভাবেই আমার সকাল শুরু হয়। মেঝের ওপর আমি পা ছড়িয়ে বসি। আর আমার ছেলে চপার এসে আমার কোলে শুয়ে পড়ে। ওকে আমি খুব ভালবাসি।’ সূত্র: আনন্দবাজার