আলোচিত মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মূলত বিজ্ঞাপনের মাধ্যমেই ড্রইং রুম মিডিয়ার দর্শকের নজর কেড়েছেন তিনি। এরপর অসংখ্য টিভি নাটকে অভিনয় সুবাদে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন প্রভা। গত কয়েক বছর ধরে টিভি নাটকে নিয়মিত দেখা গেলেও বিজ্ঞাপনচিত্রে তাকে এখন দর্শক দেখছেনই না। এ নিয়ে তাদের মনে উঠেছে নানা প্রশ্ন। প্রভা কি বিজ্ঞাপনে আর কাজ করবেন না
এমন প্রশ্নের উত্তরে প্রভা বলেন, একটা কথা বরাবর বলে আসছি। আমি মেরিলের মতো বিগ বাজেটের বিজ্ঞাপনের অপেক্ষায় আছি। যদি সেরকম কিছু না পাই প্রয়োজনে এ জায়গাটিতে কাজ করবই না। কারণ একটি বিজ্ঞাপনচিত্রে যখন ভালো বাজেট থাকে তখন কাজটি ভাল হয়। সে জায়গায় অনেক প্রস্তাব থাকা সত্ত্বেও ভালো বাজেট না থাকার কারণে কাজ করছি না।
আমি চলচ্চিত্রে সত্যিই আসতে চাই। তবে সেটা অবশ্যই বিগ বাজেটের ছবি হতে হবে। আর আমি নিজেকে প্রস্তুত করেছি। এখন আর কোন সমস্যা নেই। চলচ্চিত্রে অভিনয়ের জন্য যা যা করণীয় সব করছি। সব মিলিয়ে এখন ব্যাটে বলে শতভাগ মিলে গেলেই চলচ্চিত্রে নাম লেখাতে পারবো বলে আশা করছি।