তাঁর গানের গলাটি খাসা। এর আগে হাইওয়ে এবং হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবিতে গান গাইতে দেখা গিয়েছে আলিয়া ভাটকে। এবার পুরোপুরি মিউজিক ভিডিওতে গান গাইতে দেখা যাবে মহেশ ভাটের কন্যাকে মিঠুনের সুরে মনোজ মুনতাশিরের লেখা রোম্যান্টিক গানে গলা মেলাবেন বলিউডের নিউ এজ সেনসেশন আলিয়া। মিউজিক ভিডিওটি প্রযোজনা করবেন ভূষণ কুমার।
সুরকার মিঠুন বলেছেন, ‘আলিয়ার গানের গলাটি খুবই অন্যরকম। প্রথাগত গানের শিক্ষা না থাকলেও গানের ব্যাপারে খুবই সিরিয়াস আলিয়া।’
প্রিয়ঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো বলি-সুন্দরীরা এর আগে গান গেয়েছেন। এবার পালা আলিয়া ভাটের। নিঃসন্দেহে এই মিউজিক ভিডিওতে গলা মেলানো আলিয়ার কেরিয়ারে নয়া পালক যোগ করল।
সূত্র: সংবাদ প্রতিদিন