ফের এক হচ্ছেন সালমান-ক্যাটরিনা! হ্যাঁ খবরটা সত্যিই চমকে দেওয়ার মতোই। সম্প্রতি বি-টাউনের একটি মিডিয়া রিপোর্টে বেশ হইচই পড়ে গিয়েছে বলিউড দুনিয়ায়। সালমানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের কথা সকলেই জানতেন। এবার রণবীর কাপূরের সঙ্গেও সম্পর্কে চিড় ধরায় ইদানীং বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে, সম্পর্ক ভেঙে গেলেও ক্যাটরিনা এখনও প্যাচআপের আশা করছেন। তাঁদের সম্পর্কের প্যাচআপের আশায় মুখিয়ে রয়েছেন রণবীর-ক্যাটরিনার অসংখ্য ভক্তও।
আসল খবর হল, একটি ফিল্মে আবার একসঙ্গে কাজ করবেন সালমান-ক্যাটরিনা। ওই মিডিয়া রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, এ ছবিতে প্রযোজনা করবেন সয়ং সলমন এবং ছবিতে অবশ্যই নায়িকার চরিত্রে থাকছেন ক্যাটরিনা। এ দিকে শোনা যাচ্ছিল, রণবীর কাপূরকে সময় দেবেন বলে নাকি ‘সুলতান’ ছবিতে সালমান খানের সঙ্গে একসঙ্গে কাজ করতে রাজি হননি ক্যাটরিনা। কিন্তু রণবীরের সঙ্গে ব্রেকআপের পর ক্যাটরিনা কি তাহলে ফের ফিরছেন তাঁর পুরনো বয়ফ্রেন্ডের কাছে?
‘এক থা টাইগার’ ছবির পর কেটে গেছে বেশ কয়েকটা বছর। দীর্ঘদিন পর ফের সালমান-ক্যাটরিনা এক সঙ্গে কাজ করছেন, এটাই বলিউড দুনিয়ায় জল্পনার জন্য যথেষ্ট। তবে দু’জন তাঁদের পুরনো সম্পর্কে ফিরছেন কিনা তা এখনই বলা মুশকিল। কিন্তু ফিল্মে একসঙ্গে কাজ করতে করতে যদি পুরনো প্রেম আবার জেগে ওঠে!! কে বলতে পারে! অল ইজ ওয়েল!
সূত্র: আনন্দবাজার