শাহরুখ খানের সঙ্গে কাজ করতে পেরে একেবারে আপ্লুত সানি লিওন। শাহরুখের সিনেমা রইস-য়ে একটা গানে কোমর দুলিয়েছেন সানি। সেই গানের শ্যুটিংয়ে কিং খানের কাজে একেবারে মুগ্ধ পর্নস্টার থেকে বলিস্টারে পরিণত হওয়া এই ইন্দো-কানাডিয়ান। সানি বললেন, ‘প্রথম শ্যুটিংয়ের পর এক স্ক্রিনে শাহরুখ আর আমাকে একসঙ্গে দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। এত খুশি আমি জীবনে কোনোদিন হইনি। এরপরই আমি ওনার কাছে উঠে গিয়ে বলি ধন্যবাদ (থ্যাঙ্ক ইউ), স্যার।’
সানির মনে হয়েছে শাহরুখ একটা কথার জন্য বিরক্ত হয়েছেন। আসলে সানি বারবার কিং খানকে বলেছেন, থ্যাঙ্ক ইউ-থ্যাঙ্ক ইউ। তাই বলিউডের বেবি ডল মনে করেছেন, এতে হয়তো শাহরুখ বিরক্তই হয়েছেন। ছবির কাজের জন্য শাহরুখের পার্সোনাল ট্রেনার প্রশান্ত সাওয়ান্তের কাজে ট্রেনিং নেন সানি।
রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় ‘রইস’-এর রিলিজ ডেট নিয়ে জল্পনা চলছেই। সলমন খানের ‘সুলতান’ ছবির দিন মুক্তি পাওয়ার কথা ‘রইস’-এর। শাহরুখ অবশ্য বেঁকে বসায় রইস-এর মুক্তি পিছিয়ে যেতে পারে। সূত্র: জিনিউজ