জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এভবার নতুন নায়িকা। একই সাথে আসছে নতুন নায়ক। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া আগেভাগে ছবির নাম ও নির্মাতার নাম ঘোষণা করলেও অপ্রকাশিত রেখেছেন নায়ক নায়িকার নাম। তবে শোনা যাচ্ছে জাজের নতুন ছবির নায়িকা হতে চলেছেন মডেল অভিনেত্রী তানজিন তিশা। আর জাজের নায়কের খাতায় নাম লেখাচ্ছেন মডেল ও ছোট পর্দার অভিনেতা জিয়াউল পরান রিক্ত। নতুন এই জুটি অভিনয় করবেন মালেক আফসারী পরিচালিত ‘রক্ত’ ছবিতে।
এখনই কিছু না বললেও ২৮ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন ছবিটির নায়ক-নায়িকাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবে জাজ। জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন ছবি রক্ত এর কাহিনী ও সংলাপ লিখেছেন মরহুম ফারুক হোসেন। গত বছর ১৯ জুলাই কক্সবাজারের পেঁচার দ্বীপ এলাকার মারমেড ইকো রিসোর্ট সংলগ্ন সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।