সময় কত দ্রুত পার হয়! বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিয়ে নিয়ে গণমাধ্যমে কত মাতামাতি, ভক্তদের কত উন্মাদনা। মনে হয়, এই তো কিছুদিন আগেই ঘটে গেল এসব ঘটনা। কিন্তু এরই মধ্যে পার হয়ে গেছে নয়টি বছর। অভিষেক-ঐশ্বরিয়ার ঘর আলো করে এসেছে মেয়ে আরাধ্য। আরাধ্যরও বয়স পাঁচ বছর হতে চলেছে। ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেছিলেন ‘অভি-অ্যাশ’। পুত্র ও পুত্রবধূর নবম বিবাহবার্ষিকীতে অমিতাভ বচ্চন তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
অমিতাভ বচ্চন তাঁর ব্লগে অভিষেক ও ঐশ্বরিয়াকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আগামীকাল ভোর হলেই অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের নয় বছর পূর্ণ হবে। এই দিনটি শুধু ওদের দুজনের জন্যই আনন্দ ও সুখের নয়; এই বিয়ে আমাদের দুটি পরিবারকে এক করেছে।’
গতকাল মঙ্গলবার মাঝরাতে অমিতাভ তাঁর ব্লগে এই পোস্টটি করেন। ব্লগপোস্টে ‘বিগ বি’ আরও বলেছেন, ‘এই বন্ধন আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হোক।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।