দেড় মাস পরে আবার শুরু হলো ‘গেইম রিটার্নস’ চলচ্চিত্রের শুটিং। এই ছবির গান ছাড়া ৯২ ভাগ দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ হবে দুই ৩ দিনের মধ্যেই। সোমবার তেজগাঁওয়ের লাভ রোডে ‘গেইম রিটার্নস’ এর শুটিং কয়েকটি অ্যাকশন দৃশ্যে দেখা গেল অভিনেতা নিরবকে।
এই ছবি দিয়েই নিরব ফের আলোচনা এসেছেন। কেন না এই ছবিটিকে কেন্দ্র করেই নিরব নিজেকে আলাদাভাবে প্রস্তুত করেছেন। ‘অ্যাকশন হিরো’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতেই নিরব কঠোর পরিশ্রম করেছেন বলে জানা গেছে। শিখেছেন মারামারি, কসরত। যার ফলাফল দেখা যায় ছবির প্রথম দিকের শুটিংয়ের ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং-এ। বহুতল ভবন এমনকী স্টান ছাড়াও কাজ করেছেন নিরব।
২০১৫-এ রয়েল অনিক পরিচালিত ‘গেইম’ মুক্তি পায়। এবার ছবিটি পরিচালনা করছেন রয়েল খান। নিরবের সাথে রয়েছেন তমা মির্জা ও নতুন মুখ লাবণ্য। অ্যাকশননির্ভর ছবি হলেও ‘গেইম রিটার্নস’ এ রোমান্সও থাকবে। ছবির গান করেছেন বেলাল খান ও আরফিন রুমী। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
নিরব কালের কণ্ঠকে জানান, ছবির কাজ শেষ পর্যায়ে আজ কিছু অ্যাকশন দৃশ্যে কাজ করছি। রেসের কিছু ব্যাপার রয়েছে। তিনি জানান, ছবিতে দুইটি ধারার কাহিনী রয়েছে। অভিনেত্রী লাবণ্যকে দেখা যাবে আমার সাথে অ্যাকশন ধারার অংশে। আর রোমান্টিক ধারার অংশে থাকবেন হেলেন। দর্শকরা ছবিতে এই দুই ধারার সম্মিলন বেশ উপভোগ করবেন বলে জানান এই অভিনেতা।
মে মাসের শেষ সপ্তাহে গেইম রিটার্নস’ টিম চলে যাবে দেশের বাইরে। দেশের বাইরেও ছবির গানগুলোর দৃশ্যায়ন করা হবে।