আর মাত্র দু সপ্তাহ। তারপরই মিসেস কারান সিং গ্রোভার বনে যাচ্ছেন বিপাশা বসু। এরই মধ্যে অতিথিদের হাতে পৌঁছে গেছে দাওয়াতপত্র। তবে বিপাশার সাবেক প্রেমিকদের কেউ বিয়েতে নিমন্ত্রণ পাননি।
টিভি তারকা থেকে বলিউডের নায়ক হয়ে ওঠা কারান সিং গ্রোভারের সঙ্গে প্রেমটা খুব পুরোনো নয় বিপাশার। আর তার আগে বেশ কয়েক জন সহশিল্পীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন এই বাঙালি সুন্দরী।
মডেলিং-এর দিনগুলিতে তার সঙ্গী ছিলেন ডিনো মোরিয়া। ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত টিকেছিল তাদের সম্পর্ক। এরপর ‘জিসম’-এর সেটে পরিচয় জন অ্যাব্রাহামের সঙ্গে। ২০১১ পর্যন্ত জনের সঙ্গে একই ছাদের নিচে বাস করেছেন তিনি।
প্রেমে জড়িয়েছেন হারমান বাওয়েজার সঙ্গেও। তবে সে প্রেম টিকেছিল মাত্র ১১ মাস।
২০১৫ সালের শুরু থেকেই প্রেম করছেন ‘অ্যালোন’ সহশিল্পী কারান সিং গ্রোভারের সঙ্গে। কিছুদিন আগেই ঘোষণা দিয়ে এই জুটি নিশ্চিত করেছেন বিয়ের খবর।
মজার ব্যাপার হলো, ডিনো মোরিয়াকে দাওয়াত না দিলেও, তার প্রেমিকা নন্দিতা মাঠানির হাতেই বিপাশা সঁপেছেন বিয়ের সকল দায়ভার। কারান-বিপাশার ওয়েডিং প্ল্যানার যে তিনিই। কাজেই শেষ পর্যন্ত ডিনোকে নিজের বিয়েতে এড়াতে পারবেন কি না সেটা সময়ই বলে দেবে।