রণবীর-ক্যাটরিনার সম্পর্ক ভেঙে গিয়েছে বেশ কিছু দিন হলো। সম্প্রতি এক বন্ধু আরতী শেট্টির জন্মদিনের পার্টিতে অনেক ক্ষণ দুজনকে কথা বলতে দেখা যায়। এই খবরে অনেকেরই ধারণা হয়, আবার হয়তো কাছাকাছি আসতে চলেছেন তারা। বি-টাউনে এমন জল্পনাও দানা বাঁধে যে, ক্যাটরিনা নাকি সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাবও দিয়েছেন রণবীরকে। কিন্তু এটা জানেন কি ওই দিনেই শেষ বারের মতো কথা হয়েছিল দুজনের?
ওই জন্মদিনের পার্টিতেই নিমন্ত্রিত একজন জানিয়েছেন, পার্টির শুরুতে রণবীর-ক্যাটরিনা দুজন ছিলেন ঘরের দুই প্রান্তে। এর পর একটা সময় ক্যাটরিনা নাকি নিজেই উঠে যান রণবীরের দিকে। রণবীর তখন তাঁর কিছু বন্ধুর সঙ্গে গল্পে ব্যস্ত ছিলেন। ক্যাটি তার সঙ্গে একটু আলাদা ভাবে কথা বলতে চান।
কিন্তু বন্ধুদের সামনেই রণবীর তাকে বলেন, আমার কোনো কথা বলার নেই। তবে তোমার যদি কিছু বলার থাকে তা হলে এখানেই বলতে হবে, সবার সামনে। অগত্যা সবার সামনেই ক্যাটি রণবীরকে তাদের সম্পর্কটাকে আর একটা সুযোগ দেওয়ার অনুরোধ করেন। এর উত্তরে রণবীরের সাফ জবাব, আমার পক্ষ থেকে সব শেষ হয়ে গেছে। তুমিও এটা থেকে বেরিয়ে এলেই ভালো হয়।
রণবীরের এই উত্তর শুনে কান্নায় ভেঙে পড়েন ক্যাটরিনা। ঘটনার এক প্রত্যক্ষদর্শীর দাবি, তিনি আর আরতী সে দিন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন ক্যাটরিনাকে। কিন্তু সবার সামনে ওই অপমানের পর সান্ত্বনায় কোনো লাভ হয়নি। ক্যাটরিনাও হয়তো বুঝে গিয়েছেন যে সব শেষ হয়ে গিয়েছে। সম্ভবত রণবীরকে এড়িয়ে চলতে বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন তিনি।
সূত্র : আনন্দবাজার