ঢাকাই চলচ্চিত্র যে কজন ব্যস্ত অভিনেত্রী রয়েছেন তাঁদের মধ্যে একজন মিষ্টি জান্নাত। বর্তমানে ‘তুই আমার’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই নিয়ে ওপার বাংলা এপার বাংলা করছেন। মিষ্টির সাথে কথা হলো বর্ষবরণের দিন কেমন কাটলো? এমন প্রুশ্নের জবাবে মিষ্টি বেশ মজাই পেয়েছেন বলা যায়। জানালেন এই বৈশাখেই আমি প্রথমবারের মতো শাড়ি পরেছি। প্রথমবার? হ্যাঁ প্রথমবারের মতোই শাড়ি পরলেন। এমনটাই জানালেন এই অভিনেত্রী।
মিষ্টি বলেন, সারাদিন বেশ ব্যস্ত গেল। একটু ফ্রি হয়েই বেড়ানোর উদ্দেশ্যে বের হলাম। রিলেটিভ ও বন্ধুদের বাসায় বেড়াতে যাব।
নিজের প্রযোজনা সংস্থা ‘হ্যাভেন মাল্টিমিডিয়া’ থেকে ‘তুই আমার’ নামের একটি চলচিত্র নির্মাণ করছেন মিষ্টি। মিষ্টি জান্নাতের নায়ক হিসেবে অভিনয় করছেন সাইমন সাদিক।