Love at first sight’। কথাটা আমরা স্কুল জীবন থেকে বারবার বলি। বলিউড সিনেমায় তো এই একটা কথার ওপর ভিত্তি করে কত সিনেমায় তৈরি হয়েছে। বলিউডের সিনেমায় এই কথাটা একটা মানে তৈরি করেছে। যা আমরা সবাই বিশ্বাস করি। লাভ অ্যাট ফার্স্ট সাইট বলতে আমরা বুঝি প্রথম দর্শনেই প্রেম। মানে শাহরুখ হঠাত্ ট্রেনে যেতে যেতে দেখলেন কাজল দাঁড়িয়ে। আর ওমনি ঝপ করে প্রেম হয়ে গেল।
আমরা ‘Love at first sight’ বললে এমন কথাটাই ভাবি। কিন্তু লাভ অ্যাট ফার্স্ট সাইট কথাটার মানে মোটেও তা নয়। ‘Love at first sight’ কথাটার মানে হল কারও সঙ্গে সাক্ষাতের পর প্রথম ঘণ্টায় প্রেমে পড়ে যাওয়া। মানে আমাদের সনাতনী ধারণা অনুযায়ী ‘Love at first sight’ হল কারও রূপ ও অ্যাপিয়ারেন্সে প্রভাবিত হয়ে প্রেমে পড়ে যাওয়া। কিন্তু আসলে পরিচয়ের এক ঘণ্টা পর প্রেমের সব পরীক্ষায় পাশ করে তবে প্রেম সাগরে ভাসা। এবার হিসেব করুন আপনার জীবনে লাভ অ্যাট ফার্স্ট সাইট কতবার ঘটেছে বা আদৌ ঘটেছে কি না।
সূত্র: কলকাতা