পহেলা বৈশাখে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘শঙ্খচিল’। এ উপলক্ষে মঙ্গলবার ঢাকায় আসছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা প্রসেনজিৎ।
বেশ কিছু দিন ধরেই প্রসেনজিৎ-এর ঢাকায় আসার গুঞ্জন শোনা যাচ্ছিল সিনেপাড়ায়। এবার খবরটি গ্লিটজকে নিশ্চিত করলেন ‘শঙ্খচিল’ সিনেমার প্রযোজক হাবিবুর রহমান খান।
“প্রসেনজিৎ মঙ্গলবার ঢাকায় আসছেন। সিনেমার প্রিমিয়ার শোতে তিনি অংশগ্রহন করবেন।”
মঙ্গলবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হবে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী, যেখানে টালিগঞ্জের মহাতারকা প্রসেনজিৎ ছাড়াও উপস্থিত থাকবেন ‘শঙ্খচিল’ সিনেমার পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী কুসুম সিকদার এবং অন্যান্য কলাকুশলীরা।
১৯৪৭ সালের দেশভাগ এবং পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকার মানুষের ওপর তার প্রভাব নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। মুক্তির আগেই ‘শঙ্খচিল’ ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা বাংলা সিনেমার পুরস্কার অর্জন করেছে।
সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম । আর ভারত থেকে সিনেমাটি প্রযোজনা করেছে প্রসেনজিৎ-এর প্রযোজনা সংস্থা এন আইডিয়াস লিমিটেড।