বলিউডের লম্বা কেরিয়ারে বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা সেন। কখনও তা প্রকাশ্যে এসেছে, কখনও তা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। কিন্তু এ নিয়ে কখনোই বিচলিত হননি নায়িকা নিজে। এবার তাঁর সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ার কথা জানালেন এক সেলেব পুরুষ। জানেন তিনি কে?
তিনি হলেন বলিউডের প্রথম সারির পরিচালক, প্রযোজক তথা চিত্রনাট্যকার বিক্রম ভট্ট।
ঠিক কী বলেছেন বিক্রম?
তিনি জানিয়েছেন, প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নায়িকার সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও জড়িয়েছিলেন। তখন তাঁরা দু’জনেই সদ্য টিনএজ পেরিয়েছেন। ২০-এর কোঠায় বয়স। তাই সেই সম্পর্ককে ‘বান্ডিল অফ ইমম্যাচিয়রিটি’ বলে ব্যাখ্যা করেছেন বিক্রম। যদিও এ নিয়ে কখনও মুখ খোলেননি খোদ সুস্মিতা।
সূত্র: আনন্দবাজার