শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানেনা মনের ঠিকানা’ সিনেমাটি। সিনেমায় যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও শিরিন শিলা। শিলা বলছেন, সিনেমায় তার চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও পোস্টারে পরীমনিই প্রাধান্য পেয়েছেন।
এ ব্যাপারে গ্লিটজকে শিরিন শিলা বললেন,“সিনেমায় পরীমনি ও আমি দুজনই যমজ বোনের চরিত্রে অভিনয় করেছি। সিনেমার গল্পে আমাদের দুই বোনের কোনো প্রেম-ভালোবাস উঠে আসেনি বরং আমাদের জীবনের সংগ্রামকে তুলে ধরা হয়েছে। তাই পোস্টারে পরীমনি ও আমাকে সমানভাবে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা উচিত। তাহলে কেন পোস্টারের ক্ষেত্রে আমাকে সমান গুরুত্ব দেয়া হবে না। সিনেমার গল্পে যদি আমার সমান ভূমিকা থাকে তাহলে পোস্টারে কেন আমার অবস্থান সমান হবে না। আমি তো ক্যারেক্টার আটর্িস্ট নই বরং সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করা নায়িকা। কেননা ইতোমধ্যে আমি বেশ কিছু সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছি। এছাড়াও বতর্মানে আমি বেশ কয়েকটি সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছি। একজন অভিনেত্রী হিসেবে আমারও তো মিডিয়ায় একটি ভাবমূর্তি রয়েছে।”
তবে শিরিন শিলার এই অভিযোগ ভিক্তিহীন বলে মন্তব্য করলেন র্নিমাতা মুশফিকুর রহমান গুলজার। এ ব্যাপারে গ্লিটজকে তিনি বললেন, “সিনেমায় ও চলচ্চিত্রে অবস্থান সব কিছু বিবেচনা করেই পোস্টারে যোগ্য জায়গাটুকু শিলাকে দেয়া হয়েছে। মৌসুমী কিংবা পরীমনির মতো জায়গা তো শিলাকে দেয়া সম্ভব নয়। বাজারে প্রদর্শক ও দর্শকের চাহিদা অনুযায়ী আমরা সাধারনত সিনেমার পোস্টার তৈরি করে থাকি। তাছাড়া অনেক সময়ই সিনেমাতে বড় তারকা থাকলে নতুন তারকাদের স্থান পোস্টারে ছোট হয়ে আসে। কিন্তু সেই নতুন তারকা যখন আবার কোনো সিনেমায় একক গুরুত্বর্পূন চরিত্রে অভিনয় করে তখন তার ছবি পোস্টারে বড় করে উপস্থাপন করা হয়। একটি পোস্টারে যেমন সিনেমার সব অভিনয়শিল্পীর ছবি দেয়া সম্ভব না, তেমনি এখানে নান্দনিকতার বিষয়টিও খুবই গুরুত্বর্পূন। তবে দর্শক কাকে দেখতে চায়, সিনেমার এই বাণিজ্যিক বিষয়টিও আমাদের মাথায় রাখতে হয়। এক্ষেত্রেও তেমনই করা হয়েছে।”
সিনেমায় দেখা যাবে, দুই যমজ বোন জন্ম থেকেই একে অপরের সঙ্গে যুক্ত। ঘটনাচক্রে মামার খুনের অভিযোগে অভিযুক্ত হয় একজন। অপরজনকেও বইতে হয় সে অপরাধের বোঝা। সিনেমায় পরীমনি ও শিলা ছাড়াও অভিনয় করেছেন রাজ্জাক, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, আল মামুন, ইরফান সাজ্জাদ, আফজাল শরীফসহ আরো অনেকে।
ইমপ্রেস টেলিফিল্মসের ব্যানারে নিমর্িত ‘মন জানে না মনের ঠিকানা’ সিনেমাটি ১ এপ্রিল ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন নিমর্াতা।