অভিনেতা ঋত্বিক রোশনের অভিযোগের ভিত্তিতে তিন-তিনবার জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও তাঁর বোনকে সমন পাঠালো মুম্বাই পুলিশ। ঋত্বিকের অভিযোগ ছিল, অজ্ঞাতপরিচয় কেউ ভুয়ো আইডি খুলে তাঁদের ব্যক্তিগত বিষয় জনসমক্ষে নিয়ে আসছেন। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানায় ঋত্বিকের দায়ের করা সেই এফ আই আরের ভিত্তিতে পুলিশ কঙ্গনার কাছে এ বিষয়ে তাঁর কী বক্তব্য জানতে চেয়েছে। কঙ্গনা আগে জানিয়েছিলেন, তিনি ও ঋত্বিক পরস্পরকে আইনি নোটিশ পাঠানোর পরেও ই-মেলের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করছিলেন ঋত্বিক। তা নিয়ে ঋত্বিকের সাফাই- ওই ই-মেলটি তাঁর নয়, ওটি ভুয়া। সমন পাঠানো নিয়ে কঙ্গনার আইনজীবীর বক্তব্য, বান্দ্রা কুরলা কমপ্লেক্স থানার সাইবার ক্রাইম শাখা থেকে কঙ্গনা ও তাঁর বোন রঙ্গলিকে এক সপ্তাহের মধ্যেই থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই ওঁরা নিজেদের বক্তব্য পুলিশকে জানাতে পারবেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, ভারতীয় অপরাধ আইনের ১৬০ ধারার ভিত্তিতে এই ধরনের কোনো সমন পুলিশ পাঠাতে পারে না।