জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার নিমর্িতব্য ‘বাদশা’ সিনেমায় অভিনয় করছেন টালিগঞ্জের সুপারস্টার জিতেন্দ্র মদনানী জিৎ। সম্প্রতি উত্তরা, পানাম নগরী ও ঢাকার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হলো সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার বাবা যাদব।
‘বাদশা’ সিনেমার সেটে টালিগঞ্জের নায়ক জিৎ। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া মাযহার।