“এত বড় পৃথিবীটা দেখা হতো না, জীবনের মানে কি বোঝা হত না মা গো, তুমি বিনে দেখা হত না……”– মায়ের কারণে পৃথিবীটা দেখেছেন ঠিকই, কিন্তু মায়ের সঙ্গে বেশি দিন কাটানোর সুযোগ পেলেন না লামিয়া চৌধুরী। ৫১তম জন্মদিনের মাত্র কয়েক দিন আগেই পৃথিবীকে বিদায় জানিয়েছেন তার মা পারভিন সুলতানা দিতি।
মৃত্যুর আগে মেয়ের সঙ্গে এই গানে শেষবারের মতো গলা মিলিয়েছিলেন চিত্রনায়িকা ও গায়িকা দিতি। ২৮ মার্চ ফেইসবুকে মায়ের সঙ্গে গাওয়া শেষ গানটির ভিডিও পোস্ট করেন লামিয়া। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যাওয়ার আগে শূন্য দৃষ্টি নিয়ে নিথর দেহে শুধু ঠোঁট মেলাতেই দেখা গেছে লামিয়ার মাকে। শরীরে আগের মতো শক্তি না থাকলেও গানের প্রতিটি লাইন তার তখনও মনে ছিল, তা বোঝা গেছে তার ঠোঁট মেলানো দেখে।
মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর বছর খানেক চিকিৎসা শেষে ২০ মার্চ মৃত্যু হয় বাংলা চলচ্চিত্রের এই বর্ষীয়ান অভিনেত্রীর। একাধিক অস্ত্রোপচারের পরও সুস্থ হওয়া সম্ভব ছিল না তার।
ভাগ্যের নির্মম পরিহাস এই যে, ঠিক ১১ দিন পর ৩১ মার্চ ছিল দিতির জন্মদিন। কিন্তু জন্মের আরেকটি বছর পার করার আগেই সন্তানদের রেখে পৃথিবীকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন তিনি।