সাবেক স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের যাবতীয় আনুষ্ঠানিকতা চুকিয়েছেন অভিনেতা কারান সিং গ্রোভার। এবার আর প্রেমিকা বিপাশা বাসুকে ঘরনী করতে কোনো বাঁধা নেই। শোনা যাচ্ছে, এপ্রিলেই শুভকাজ সেরে ফেলবেন এই তারকা জুটি।
জি মিডিয়া ব্যুরো বলছে, শুরুতে বিপাশাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি ছিলেন না কারানের মা। তবে ছেলের খুশির কথা ভেবে রাজি হয়েছেন। বলা হচ্ছে, ইতোমধ্যে বিয়ের তারিখ এবং ভেন্যুও ঠিক করে ফেলেছেন দুজন।
মিসমালিনি ডটকম বলছে, ৩০ এপ্রিল গাঁটছড়া বাঁধবেন বিপাশা এবং কারান। মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলে হবে তাদের বিয়ের অনুষ্ঠান। এখনও খবরটি নিশ্চিত করেননি বিপাশা কিংবা কারান কেউই। তবে বলা হচ্ছে বিয়ের প্রস্তুতি ভালভাবে নেয়ার জন্যেই এক মাস সময় হাতে রেখেছেন দুজন।
২০১৪ সালে ‘অ্যালোন’ সিনেমার শুটিং করতে গিয়ে পরিচয় হয় বিপাশা-কারানের। এরপর থেকে সব সময়ই একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ঘনিষ্টতার বিষয়টি গোপনও করছেন না।