যে গোপন ভিডিও নিয়ে বিব্রত মেহজাবিন সেটি দেখুন খবরের শেষে।
তার আগে জেনে নিন লাক্স সুন্দরী মেহজাবিন ফের বিব্রত হয়েছেন। সাম্প্রতিক সময়ে মেহজাবিনকে জড়িয়ে উঠতি মডেল ফারিয়া শবনম ফেসবুকে আপত্তিকর মন্তব্য ছুড়েছে।
এ নিয়ে মেহজাবিন ও ফারিয়ার মধ্যে ফেসবুকে বাকবিতন্ডা হয়। তাদের এ দ্বন্দ্ব নিয়ে অনেকে নানা ধরনের পোস্ট শেয়ার করেছেন ফেসবুকে। এ বিষয়ে মেহজাবিন বলেন, ‘মডেল ফারিয়া শবনম আমাকে নিয়ে আপত্তিজনক স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। কেন দিয়েছেন তা আমি জানি না। তার সঙ্গে আমার তেমন কোনো পরিচয়ও নেই। কার প্ররোচনায় তিনি এ ধরনের কাজ করেছেন সেটা আমার বোধগম্য নয়। এ ঘটনায় আমি দারুণ বিব্রত হচ্ছি।’
মেহজাবিন আরও বলেন, “গতকাল ফারিয়া এ বিষয়টি নিয়ে ‘সরি’ বলে একটি পোস্ট শেয়ার করেছেন। আমিও তাকে ক্ষমা করে দিয়েছি।” শবনম ফারিয়া লাক্স সুন্দরী মেহজাবিনকে নিয়ে বেফাঁস মন্তব্য করে মিডিয়ায় আলোচনায় আসতে এ ধরনের কাজ করেছেন বলে ধারণা করছেন মিডিয়াকর্মীরা।