অ্যাওয়ার্ড আসরগুলোতে ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পিকু’ রাজত্ব করেছে এ বছর। কিন্তু ৬৬তম ভারতীয় জাতীয় চলচ্চিত্রের আসরে সম্মানিত হয়েছে ইতিহাস সৃষ্টিকারী দক্ষিণী চলচ্চিত্র ‘বাহুবালি’। বছরের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি। আর সেরা জনপ্রিয় সিনেমা নির্বাচিত হয়েছে সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’।
টানা দ্বিতীয়বারের মতো সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেলেন কাঙ্গানা রানাওয়াত। ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ সিনেমার জন্য এ স্বীকৃতি পেয়েছেন তিনি। গত বছর ‘কুইন’ ফিল্মের জন্য সেরা অভিনেত্রী ও ২০০৯ সালে ‘ফ্যাশন’ সিনেমার জন্য পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।
অন্যদিকে ‘পিকু’ সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মাননা পেয়েছেন অমিতাভ বচ্চন। এটি তার চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
বাংলা ভাষার সেরা সিনেমা নির্বাচিত হয়েছে গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটিতে অভিনয় করেছেন প্রসেনজিং, কুসুম শিকদারসহ দুদেশের কলাকুশলীরা।
পুরস্কারপ্রাপ্তদের পুরো তালিকা তুলে ধরা হলো:
সেরা চলচ্চিত্র– বাহুবালি
সেরা পরিচালক– সঞ্জয় লিলা বানসালি (বাজিরাও মাস্তানি)
সেরা অভিনেতা– অমিতাভ বচ্চন (পিকু )
সেরা অভিনেত্রী– কাঙ্গানা রানাওয়াত (তানু ওয়েডস মানু রিটার্নস)
পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতা– সামুথিরাকানি (ভিসারানাই)
পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রী– তানভি আজমি (বাজিরাও মাস্তানি)
সেরা শিশুতোষ চলচ্চিত্র– দুরন্ত
সেরা শিশুশিল্পী– গৌরাভ মেনন (বেন)
সেরা জনপ্রিয় ছবি– বাজরাঙ্গি ভাইজান
সেরা সম্পাদক– প্রয়াত টিই কিশোর (ভিসারানাই)
ইন্দিরা গান্ধি অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ অ্যা ডিরেক্টর– নিরাজ ঘেওয়ান (মাসান)
জাতীয় একাঙ্গীকরণের জন্য শ্রেষ্ঠ কাহিনি-চিত্রে নার্গিস দত্ত পুরস্কার– নানক শাহ ফকির
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (ফিকশন)– ওউসাদ (মারাঠি)
সেরা সঙ্গীত পরিচালক (গান)– এম জায়াচন্দ্রন (কাথিরুননু কাথিরুননু)
সেরা সঙ্গীত পরিচালক (আবহ সঙ্গীত)– ইলায়রাজা (থারাই থাপ্পাতাই)
সেরা সাউন্ড ডিজাইনার– বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (বাজিরাও মাস্তানি)
সেরা গায়ক– মাহেশ কালে (কাটিয়ার কালিজাত ঘুসলি)
সেরা গায়িকা– মোনালি ঠাকুর (মোহ মোহ কে ধাগে)
সেরা গীতিকার– ভারুন গ্রোভার (মোহ মোহ কে ধাগে)
সেরা নৃত্য নির্দেশনা– রেমো ডি সুজা (দিওয়ানি মাস্তানি)
সেরা চিত্রগ্রহণ – সুদীপ চ্যাটার্জি (বাজিরাও মাস্তানি)
সেরা স্পেশাল এফেক্টস– বাহুবলি
সেরা চিত্রনাট্যকার (মৌলিক): জুহি চতুর্ভেদি (পিকু) ও হিমাংশু শর্মা (তানু ওয়েডস মানু রিটার্নস)
সেরা চিত্রনাট্যকার (সংলাপ): জুহি চতুর্ভেদি (পিকু) ও হিমাংশু শর্মা (তানু ওয়েডস মানু রিটার্নস)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার (অ্যাডাপটেড)–বিশাল ভারাদওয়াজ (তালওয়ার)
সেরা বাংলা ছবি– শঙ্খচিল
সেরা হিন্দি ছবি– দাম লাগাকে হাইশা
সেরা মেইক আপ– নানক শাহ ফকির টিম
বিশেষ জুরি অ্যাওয়ার্ড– কালকি কোয়েচলিন (মার্গারিটা উইথ অ্যা স্ট্র)