স্বাধীনতার মাস উপলক্ষে স্কলাসটিকা স্কুলের উত্তরা সিনিয়র শাখায় দুই দিনব্যাপী বার্ষিক নাটক ‘একাত্তরের ক্ষুদিরাম’ মঞ্চস্থ হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার স্কুলের এসটিএম মিলনায়তনে মান্নান হীরা রচিত নাটকটি মঞ্চস্থ হয়।
স্কলাসটিকা নাটক ও সঙ্গীত ক্লাব পরিবেশিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপচিালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করেন স্কুলের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল(অব) কায়সার আহমেদ।
আশফাকুল আশেকীন ও সুবল কুমার ঘোষের নির্দেশনায় পরিবেশিত নাটকে স্কুলের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে তানাফ নুর, ইফাজ আয়োজাদ রফিক, নুজহাত তাবাসসুম ইবনাত সিলভা, সাইফ আল ইমাম শোতা, ঋতুপর্ণা ঘোষ ও লামিয়া জাহিন।