বয়সে সব কিছু মানায় না। অনেক পুরুষ মানিয়ে নিতে চেষ্টা করেন, কিন্তু পরিবেশ পরিস্থিতি সব যেন বেমানান করে তোলে। তেমনি একজন, বউ ছেলে মেয়ের অনুপস্থিতিতে নিজের একাকীত্ব দূর করতে ৭০ বছরে কাউকে না জানিয়ে ঘরে তোলেন ১৬ বছরের তরুণীকে।
সুখেই যাচ্ছিলো তাদের সংসার। কিন্তু কিছু দিন যেতেই আর বুড়ো মিয়াকে ভালো লাগছেনা টিনেজ কন্যার। সে চম্পট দিলো পুরনো প্রেমিকের সঙ্গে।
কিন্তু বুড়োর তো আর খায়েশ মেটেনা -তিনি শুরু করলেন নতুন খেলা।