কলকাতা থেকে মুঠোফোনে শ্রাবন্তী বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান’। তার নাম আগেই শুনেছি। আশা করছি দুজন মিলে ভালো কাজ হবে। ছবিটির নায়িকা নির্বাচনের শুরুর দিকে শ্রাবন্তীকে সম্ভাব্য নায়িকাকে হিসেবে বলা হয়েছিল। পাশিপাশি আরও নায়িকা দেখা হচ্ছে বলে এসকে মুভিজ থেকে সেই সময় জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শ্রাবন্তীই কেন?
এ ব্যাপারে হিমাংশু ধানুকা বলেন, ‘চরিত্রটি একজন বাঙালী ঘরের সাধারণ মেয়ে’। শ্রাবন্তীর বিকল্প আর পাওয়া গেল না। তার সঙ্গে চরিত্রটি ভালো মানিয়ে যায়। এসকে মুভিজের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশ থেকে সীমান্ত ও কলকাতা থেকে জয়দীপ।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, ১ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। কলকাতার লোকেশন দিয়ে ছবিটির শুটিং শুরু হয়েছে। এরই মধ্যে শাকিব খানের অভিনয়ের প্রশংসা করেছেন শ্রাবন্তী। তার ভাষায় শাকিব খান দূর্দান্ত অভিনেতা। আরো জানিয়েছেন তিনি আরো অনেক ছবিতে কাজ করতে চান শাকিব খানের সাথে।