চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতির সঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন গুণী অভিনেতা আলমগীর। এর মধ্যে ‘স্বামী-স্ত্রী’ ও ‘অমর সঙ্গী’ বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘স্বামী-স্ত্রী’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন দিতি।
আলমগীর জানান, ক্যারিয়ারের শুরু থেকে দিতি তাকে ‘ড্যাড’ বলে সম্বোধন করতেন। দিতির শোকে মূহ্যমান আলমগীর বলেন, ‘আমিও ওকে মেয়ের মতো জ্ঞান করতাম। খুব বেশি ছবিতে আমরা অভিনয় করিনি। এর অবশ্য একটা কারণও ছিলো। দিতির সঙ্গে আমার রোমান্টিক সিন বা গান করতে সমস্যা হতো। বাবা-মেয়ের সম্পর্ক থেকেই এমনটি হতো।’
কিন্তু দেশের একটি গনমাধ্যম ‘দিতির সঙ্গে আমার রোমান্টিক সিন বা গান করতে সমস্যা হতো’ এ অংশটি শিরোনাম করে। এনিয়েই মূলত শোরগোল পড়ে যায় অনলাইনে। যা দেখতে অনেকটা দৃষ্টিকটুও ছিলো। অনেক পাঠককে এ নিউজের নিচে ফেসবুকের মন্তব্যে অনেক বাজে মন্তব্য করতেও দেখা গেছে, যা মোটেও কাম্য ছিলো না।