বিনোদন ডেস্ক : সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়েছে রাধিকার নগ্ন ছবি। তবে এবার ‘জাল’ ছবি নয়। চরিত্রের প্রয়োজনে পরিচালক অনুরাগ কাশ্যপের আন্তর্জাতিক একটি ছবিতে নগ্ন হয়েছিলেন রাধিকা।সম্প্রতি সেই ছবিই ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ায়। আর এই ঘটনার জন্য নিজের দোষী মনে করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ।এর আগে নগ্ন গোসল দৃশ্যের ছবি ছড়িয়েছিল ইন্টারনেটে। তবে পরে জানা যায় সে ছবি আসলে রাধিকার নয়। তবে এবার সত্যি৷ এর আগে রাধিকা জানিয়েছিলেন, হলিউডে এক ছবিতে অভিনয় করতে গিয়ে নগ্ন হবেন তিনি। সে ছবিই ছড়িয়ে পড়েছে ভারতেও। তা নিয়ে দুঃখিত অনুরাগ। তাঁর শর্ট ফিল্মের জন্যই নগ্ন হয়েছিলেন রাধিকা।এক সত্যি ঘটনা অবলম্বনে এই ছবি তৈরি করেছিলেন অনুরাগ। কিন্তু দেশে তা ছড়িয়ে গিয়ে হিতে বিপরীত হয়েছে।