হ্যালোটুডে ডটকম: গিনেস বুকে নাম উঠাতে কে না চাইবেন। তবে এতো সোজাও নয় এই রেকর্ড বইয়ে নাম লেখানো। তাই বলে থেমে থাকে নি রেকর্ড গড়া। আর সব কিছু যদি ঠিক থাকে তাহলে খুব শিগগিরই গিনেসের পাতায় নাম উঠাতে যাচ্ছেন বলিউডের সোনাক্ষী সিনহা।
আগামী ৮ তারিখই গিনেসের পাতায় নাম উঠবে সোনাক্ষী সিংয়ের। তবে সোনাক্ষী একা নন, তার সঙ্গে থাকবেন বহু মহিলা।
সোনাক্ষী বলেছেন, ‘ছোট থেকেই শুনে আসছি, ইনি রেকর্ড করেছেন, উনি রেকর্ড ভেঙেছেন। এর নাম গিনেসে উঠেছে, ইত্যাদি। তখনই বুঝেছিলাম, গিনেস বুক-এ নাম ওঠা একটা বিশেষ সম্মান। কিন্তু আমি কখনও ভাবিনি যে, একদিন এমন একটি রেকর্ডের অংশ হব আমি’।
তবে তাদের নাম গিনেসে উঠবে একসঙ্গে সবথেকে বেশি মানুষ নখে রং করবেন বলে। সে দিন তারা একসঙ্গে এই কাজটি করবেন।