বলিউডের আলোচিত সিরিজ মুভি ‘ধুম’ এর পরবর্তী সিক্যুয়ালে অভিনয় করবেন হার্টথ্রব হৃত্বিক রোশান। এতোদিন এখবরেই সরগম ছিলো বলিপাড়া।
কিন্তু এ খবরের উপর ছাই মারলেন হৃত্বিক নিজেই। জানালেন তিনি থাকছেন না ‘ধুম-৪’এ।
এতোদিন খবর চাউর হয়েছিলো ধুম-৪ এ খল অভিনেতা হিসেবে অভিনয় করবেন হৃত্বিক। তাঁর সঙ্গে অভিনয় করবেন ‘বাহুবলি’ তারকা প্রভাস।
কিন্তু সম্প্রতি ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃত্বিক তাঁর আগামী ছবির একটি তালিকা দিয়েছেন। সেখানে কোথাও উল্লেখ নেই ‘ধুম-৪’ এর কথা।
হৃত্বিক এখন ব্যস্ত আছেন তাঁর নতুন ছবি ‘মহেঞ্জাদারো’র কাজ নিয়ে। এছাড়াও তাঁর হাতে আছে সঞ্জয় গুপ্তার ছবি ‘কাবিল’।