মধ্য দুপুর থেকে মাঝরাত, কলকাতার বড় রাস্তা থেকে অলিগলিতে চষে বেড়াচ্ছেন একজন ‘শিকারী’। কখনও দু পায়ে ভর করে, আবার কখনও বাইকে চড়ে। শেষ পর্যন্ত শিকারের দেখা মিলবে কিনা তা জানেন নির্মাতা জয়দেব।
১৫ মার্চ থেকে কলকাতায় শুরু হয়েছে যৌথপ্রযোজনার ছবি ‘শিকারী’র শুটিং। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। শুটিংয়ে অংশ নিতে ১১ মার্চ কলকাতায় অবস্থান করছেন তিনি।
এদিকে ‘শিকারী’র প্রথম লটে মূলত অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করা হচ্ছে। এগুলোর শুটিং হচ্ছে কলকাতা শহরের শিয়ালদহ ও বৌ বাজারের রাস্তাসহ বিভিন্ন লোকেশনে। তবে সবগুলো দৃশ্য শাকিব খান একাই কাজ করছেন। এমন কী ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলো। কোন ডামি ব্যবহার করছেন না।
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ‘শিকারী’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সীমান্ত ও জয়দেব। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী।