আইএস পালানো তরুণী যে মারাত্মক নির্যাতনের কথা জানালেন –
আইএসের হাত থেকে কোনোরকমে পালিয়ে এসে বিস্ফোরক তরুণী। এই বয়সে যে তাকে এত অত্যাচার সহ্য করতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি সে। তাঁর কথায়, একবার, দুবার নয়, বিভিন্ন মানুষের হাতে একাধিকবার গণধর্ষিত হতে হয়েছে তাঁকে। শুধু তাই নয়, জোর করে তাঁকে দিয়ে প্রার্থনা করিয়ে তবেই গণধর্ষণ করা হয়েছে। গত কয়েক দিন আগে নাদিয়া মুরাদ…