সম্প্রতি অনলাইনে একটি ভিডিও দেখা গেছে। যেখানে একজন আরব যুবতী তার কোমর দুলিয়ে বেশ অশ্লীল ভঙ্গিতে নিজেকে নানাভাবে প্রদর্শন করেছেন। শুধুমাত্র ইউটিউবের হিসেব মতে এ ভিডিওটি দেখা হয়েছে ৫ লাখ ৭০ হাজার বার।
এ ভিডিওটির আকর্ষন কি? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশের একজন ভিউয়ার বলেন- আরব তরুণ তরুণীদের আমরা ভিন্ন চোখে দেখি। তাদের আমরা আইডল হিসেবে ভাবি।
কিন্তু সেদেশের তরুণীরা কিভাবে এত খোলামেলা হয় তা বুঝি না! ভিডিওটিতে দুজন আরব তরুণীকে বেশ অসংলগ্ন অবস্থায় কয়েকজন যুবকের সাথে দেখা গেছে। তাদের পোশাক সম্র্পকে আর নাই বা বললাম।
একপর্যায়ে ভিডিওটিতে তার পুরুষ সঙ্গীর সাথেও বেশ অশ্লীল ভঙ্গীতে তরুণীটি কি করছেন দেখুন সরাসরি