যশোর জেলার কাজল সুলতানা নামে এক নববধূর দুই স্তন কেটে ফেলেছে স্বামী। বুধবার মধ্যরাতে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে নির্যাতিত নববধূর খালার বাড়িতে এ ঘটনা ঘটে। নির্যাতিত নববধূ যশোর সদরের ভায়না গ্রামের নুর ইসলামের মেয়ে এবং বারীনগর গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। কাজলের খালা শারমিন সুলতানা জানান, মঙ্গলবার সাদ্দাম ও কাজল দু’জনে তার বাড়িতে বেড়াতে আসেন। বিকেলের দিকে সাদ্দাম বাড়ি যেতে চাইলেও কাজল রাজি হয়নি। এক পর্যায়ে রাতে কাজলের চুল কেটে মুখের মধ্যে দিয়ে দু’স্তন কেটে ফেলেছে। ৬ মাস আগে তাদের বিয়ে হয়। এর কয়েক দিন পরে জামাই সাদ্দাম শ্বশুর নুর ইসলামের কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। কিন্তু টাকা দিতে না পারায় তিনি শ্বশুরকে মারপিট করেন।