ডেস্ক : পুত্র বধুকে ধর্ষণ করতে গিয়ে পুত্রবধুর ব্লেডের আঘাতে গোপনাঙ্গ হারালেন শ্বশুর! ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর ইউনিয়নের একটি গ্রামে।
জানা যায়, অভিযুক্ত শ্বশুরের বিচারের দাবীতে বিক্ষোভ করেছে এলাকাবাসীরা এবং এক ঘরে করে গৃহবন্দি করে রেখেছে ওই পুত্র বধুকে।
পুত্র বধু জানান, সোমবার গভীর রাতে তিনি তার কক্ষে একা ঘুমিয়ে ছিলেন। এসময় তার আপন শ্বশুর তার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্ঠা করে। এসময় তিনি ক্ষোভে শ্বশুররের গোপনাঙ্গের কিছু অংশ ব্লেড দিয়ে কেটে দেন।
ওই নারী জানান, ঘটনার পর থেকে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে এক ঘরে করে গৃহবন্দী করে রেখেছে এ ঘটনায় আইনের আশ্রয় নিলে প্রান নাশের হুমকি দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন মারাত্মক আহত শ্বশুর জানান, তিনি ষড়যন্ত্রের স্বীকার।
এ ব্যাপারে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দায়ী ব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।