মানুষ একা বাস করতে পারে না; এজন্য তার সঙ্গী বা বন্ধুর প্রয়োজন হয়। কারণ স্কুল কলেজে পড়তে হলে তো বন্ধু-বান্ধবীর দরকার হয়। কারণ একা একা তো আর আনন্দ করা যায় না। আমরা তো আনন্দ সবার সাথে অর্থ্যাৎ বন্ধু-বান্ধবীর সাথে ভাগাভাগি করে নিতে চাই। ভিডিও নিচেঃ
কারণ স্কুল কলেজে কমবেশি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। আর সেখানে ছেলেমেয়ের মধ্যে ততটা তফাৎ থাকে না। সবাই একসাথে আনন্দ-ফূর্তি করে।এটাই স্বাভাবিক্। আর এবার আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরব যেখানে দেখবেন যুবতি ছাত্রীকে বন্ধুরা ছলে-বলে কৌশলে কিভাবে তার দেহভোগ করে।
আর সে বিষয়টি আমাদের সমাজে অহরহ ঘটছে। যার মূলে রয়েছে মা-বাবা ছেলেমেয়ের তেমন সময় দিতে পারে না। ঘটনাটি আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারবেন।